ওবামা কাস্ত্রো ঐতিহাসিক করমর্দন

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫ | ৯:০৯ পূর্বাহ্ণ | 625 বার

ওবামা কাস্ত্রো ঐতিহাসিক করমর্দন

ওবামা কাস্ত্রো ঐতিহাসিক করমর্দনঅর্ধ-শতাব্দীরও বেশি সময় ধরে আমেরিকা ও কিউবার মধ্যে যে শত্রুতা ও সন্দেহের পরিবেশ বিরাজ করছিল তার অবসান ঘটিয়ে দুই দেশ গত শনিবার ঐতিহাসিক এক বৈঠকে বসছে। কিউবার বিপ্লবের পর এটাই হবে দুই দেশের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। পানামা শীর্ষ সম্মেলনের প্রথম দিনে প্রেসিডেন্ট ওবামা এবং রাউল কাস্ত্রো ঐতিহাসিক করমর্দন করেছেন এবং সৌহার্দ্যপূর্ণ আলাপ করেছেন।
সপ্তম এই পানামা সম্মেলনে এই প্রথমবারের মত অংশ নিচ্ছেন পুরো ৩৫টি দেশের প্রতিনিধিরা । রাউল কাস্ত্রো চাইছেন কিউবায় বলবৎ আমেরিকান বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি আরো চান রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আমেরিকা যেসব দেশের বিরুদ্ধে করে থাকে সেসব দেশের তালিকা থেকে কিউবার নাম তুলে নেওয়া। মিঃ ওবামা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে তিনি আমেরিকার চোখে সন্ত্রাসী দেশগুলোর তালিকা থেকে কিউবার নাম সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে রাজি আছেন।
সূত্র: বিবিসি

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com