কোরআন নিয়ে মহাকাশে আমিরাতের নভোচারী

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ৭:৪৫ অপরাহ্ণ | 310 বার

কোরআন নিয়ে মহাকাশে আমিরাতের নভোচারী

পবিত্র আল-কোরআনের একটি কপি নিয়ে প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠালো সংযুক্ত আরব আমিরাত। মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) ঘোষণা অনুযায়ী বুধবার আমিরাত সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাখিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সয়ুজ এমএস ১৫’ এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন দেশটির প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরি (৩৪)।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন নভোচারী আমেরিকান জেসিকা মেয়ার এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার। আমিরাতের এই নভোচারী সাথে করে পবিত্র আল কোরআনের একটি কপি নিয়ে মহাকাশ ভ্রমণ শুরু করেন।

এছাড়া পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ সাথে নিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রথম এই নভোচারী আগামী ৩ অক্টোবর সকাল ১১টা ৩৪ মিনিটে হাজ্জা কাজাকিস্তানে ফিরে আসার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল-মাকতুম গত বছর ঘোষণা দিয়েছিলেন শিগগিরই তারা মহাকাশে নভোচারী পাঠাবে। সেই ঘোষণার বাস্তবায়ন হলো। সূত্র: দশ দিগন্ত

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com