জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের মামলা বাতিল

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ | 211 বার

জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের মামলা বাতিল

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত বাতিল করেছে সুইডেন৷ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় এই বিষয়ে আর কোনো পদক্ষেপ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি৷

২০১০ সালে সুইডেনে এক সফরের সময় জুলিয়ান আসাঞ্জ ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছিলেন দুই নারী৷ এরপর সুইডেন থেকে ব্রিটেনে চলে যান আসাঞ্জ৷ সুইডেনে বহিঃসমর্পণের ভয়ে ২০১২ সালে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে পালিয়েছিলেন তিনি৷

নয় বছর পেরিয়ে যাওয়ায় ধর্ষণের অভিযোগের তদন্ত বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার জানান সুইডেনের প্রসিকিউটর ইভা-ম্যারি পারসন৷ তিনি বলেন, সময়ই এখানে মুখ্য ভূমিকা রেখেছে৷ সময়ের সাথে সাথে মৌখিক প্রমাণগুলোও দুর্বল হয়ে গেছে৷ ভুক্তভোগীরা বিশ্বাসযোগ্য ও নির্ভর করার মতো প্রমাণ হাজির করলেও স্মৃতি স্বাভাবিকভাবেই ফিকে হয়ে যেতে পারে৷

এর আগে গত জুনে সুইডিশ আদালত এই মামলায় আসাঞ্জকে আটক না করার নির্দেশ দিয়েছিল৷ যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে প্রায় সাত বছর রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত ১১ এপ্রিল আসাঞ্জকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ৷

এদিকে এই তদন্ত বাতিল ঘোষণা করায় আসাঞ্জকে এখন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উইকিলিকসের প্রধান সম্পাদক ক্রিস্টিন হ্রাফনসন৷

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com