সিডনিতে আসিতেছেন দুইবাংলার শিল্পীরা

শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭ | ৪:৪৫ পূর্বাহ্ণ | 738 বার

সিডনিতে সঙ্গীত-সন্ধ্যার জন্য শীঘ্রই বাংলাদেশ থেকে আসিতেছেন প্রখ্যাত সঙ্গীতজুটি আবিদা সুলতানা ও রফিকুল আলম। তাদের সাথে আরো থাকছেন শফিক তুহিন। আর ভারত থেকে আসিতেছেন মরহুম শিল্পী কিশোর কুমারের দুই ছেলে অমিত কুমার ও সুমিত কুমার।

উল্লেখ্য, বাংলাদেশী সংগঠন গল্পকথা প্রথমবারের মতো একটি ইন্ডিয়ান সংগঠণের সাথে কো-হোস্ট করে এই আয়োজন করতে যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে টুম্পা এলিজা জানান, প্রথম পর্বে গান করবেন শিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম এবং শফিক তুহিন। পাশাপাশি স্থানীয় শিল্পীদেরও রয়েছে বিভিন্ন পরিবেশনা।
তারপর দ্বিতীয় পর্বে গাইবেন শিল্পী অমিত কুমার ও সুমিত কুমার।

আবিদা সুলতানা বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী । তিনি আধুনিক গান এবং চলচিত্র প্রেব্যাক এর জন্য বিখ্যাত। ১৯৭৫ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
শফিক তুহিন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী।

অমিত কুমার একজন ভারতীয় বাঙালি গায়ক । তিনি বিখ্যাত শিল্পী কিশোর কুমারের ছেলে । জন্মগ্রহণ করেন ১৯৫২ সালে। তিনি বহু হিন্দী সিনেমার জন্য প্লেব্যাক করেছেন এবং বাংলা গানের অ্যালবামও বের করেছেন।
প্লেব্যাক শিল্পী সুমিত কুমার অমিত কুমারের ভাই এবং শিল্পী কিশোর কুমারের ছেলে।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com