আদালতে হাজিরা দিবেন খালেদা জিয়া-৫ মার্চ

শনিবার, ০৪ এপ্রিল ২০১৫ | ১০:২৮ পূর্বাহ্ণ | 625 বার

আদালতে হাজিরা দিবেন খালেদা জিয়া-৫ মার্চ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে রবিবার বকশিবাজারের বিশেষ আদালতে হাজিরা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফলে তিন মাসের বেশি সময় পর তিনি গুলশান কার্যালয় থেকে বের হচ্ছেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া শনিবার এ কথা জানান।
রবিবার জিয়া অরফারেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দুটির বিচার চলছে। এর আগে গত ৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন নাকচ করে দিয়ে শুনানির এই দিন ধার্য করে দেন বিচারক।
৩ মার্চ থেকে গুলশানের কার্যালয়ে অবস্থানের পর এই প্রথম তিনি কার্যালয় থেকে বের হবেন। কার্যালয়ে থাকাকালীন খালেদা জিয়া তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আদালত চাইলেই তাকে জেলহাজতে পাঠাতে পারে।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com