এ জনমে হলোনা

সোমবার, ১০ জুন ২০১৯ | ৭:৩৬ অপরাহ্ণ | 441 বার

এ জনমে হলোনা

যখন যা চেয়েছ তুমি দিয়েছি,
দিয়েছি ভোরের শিশির
সিক্ত হাসনা হেনার পূজো,
দিয়েছি নির্জলা সত্যের গাঁথুনিতে
তোমার কন্ঠে প্রতিশ্রুতির মালা।

ঠাকুর বাড়ির পদ্ম পুকুরে
পদ্মের উপর ফনা তোলা
বিষাক্ত সাপের লড়াই করে
এনে দিয়েছ সদ্য ফোটা পদ্ম।

যা করতে বলেছ করেছি
তোমার একখানা জলছবি করার জন্য
করেছি রাত্রের পর রাত্রি জাগরণ
আমাবশ্যার ঘুটঘুটে অন্ধকার রাতে
শ্মশান থেকে তুলসি পাতা এনে
জলে ভিজিয়ে সে জলে তোমার
জলছবির জল করেছি
ওমন জলের রঙে ছবি হলে তার নাকি
পূনর্জন্ম মানব আত্মায় হয়।

আরও কত কি চেয়েছ
ইংলিশ চ্যানেলে সাঁতার প্রতিযোগিতায়
আমি যেন মাইকেল ফেলপ্স কে হারাই
একশত মিটার দৌড়ে আমি
জ্যামাইকার উসাইন বোল্ট কে হারালে
তুমি নাকি রানী ভিক্টোরিয়ার
মুকুটে সজ্জিত হবে।

জানতে চেয়েছ তুমি ,
তোমার জন্য আর কি পারি আমি?
বলেছি, এ ধরাধামে যা যা সম্ভব
তার সব, সে সবও যা অসম্ভব,
করে দতে পারি তারার মালা
মঙ্গল থেকে মাটি এনে
গড়ে দিতে পারি তোমার ভাস্কর্য।

এর পরে না পারার তালিকাও দিয়েছি
তোমাকে, আমাকে যাচাই করার জন্য।

আমি দেখতে পারিনা কোন কষ্টের ছায়া
তোমাকে ছুঁয়ে যাক, দেখতে পারিনা
রোদের উত্তাপ তোমাকে পুড়ে
ব্লাক শেড দিক তোমার মিষ্টি মুখে
স্পর্শ করুক অনাকাঙ্খিত চৈতালী বৃষ্টি।

আমি পারিনা এসব মেনে নিতে ;
রোগ ব্যধি জরা তোমাকে শাসাক
দারিদ্র্যের পদধ্বনি তোমার কানে আসুক
নিন্দার শ্লেষ তোমাকে করুক বিনিদ্র
সমালোচনার তির্যক শব্দ বাণে
তোমার হৃদয়ে রক্তক্ষরণ হোক,
এসব সইতে পারিনা এই আমি
এই ছিল আমার না পারা।

আরও ছিল আমার অপারগতা ;
আমি মিথ্যেকে সত্যের অবয়ব দিতে পারিনা
আমি তিলকে তাল করে কথার ফুলঝুরি পারিনা
মিথ্যে স্বপ্নের ফানুস উড়াতে পারিনা।

এত সবেও আমাকে তোমার মনে নিলেনা
তোমার যোগ্য হতে
আমার আর কিইবা পারার ছিল
কি ছিল না পারার
এক জীবনে সে তো জানা গেলোনা
বাকিটা হিসাব রাখলাম তুলে ;
বিধাতা যদি ভুলে ভালে
পর জনমে আমাকে মানুষ করে পাঠায়
আর তোমাকে পাঠায় মানবী করে
সে জীবনে না হয় দেখব আর একবার
প্রাণের বলিতে হলেও তোমাকে পাবার।

ফারুক ০৩ জুন২০১৯।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com