কয়েক মাসেও ধরা পড়েনি ব্লগার দিলারা জাহানের উপর হামলাকারীরা

শনিবার, ১৬ মার্চ ২০১৯ | ১১:০০ অপরাহ্ণ | 417 বার

কয়েক মাসেও ধরা পড়েনি ব্লগার দিলারা জাহানের উপর হামলাকারীরা

ঘটনার কয়েক মাস পেরিয়ে গেলেও ঢাকার মিরপুরে অস্ট্রেলিয়া প্রবাসী ব্লগার দিলারা জাহানের উপর হামলাকারীরাদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। তাদের গ্রেফতারে পুলিশের আন্তরিকতা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এদিকে হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় আতংকে রয়েছে বাংলাদেশে বসবাসরত ব্লগার দিলারা জাহানের পরিবার।

টেলিফোনে দেয়া প্রতিক্রিয়ায় ব্লগার দিলারা জাহান, তার উপর হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেন। তিনি এ ঘটনাকে মুক্ত চিন্তার ওপর আঘাত হিসেবে বর্ণনা করে বলেন, বিচারহীনতার কারনেই হামলাকারীরা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে।

জানা গেছে, বাংলাদেশে অসুস্থ মাকে দেখতে এসে ব্লগার দিলারা জাহান গত বছরের ৯ নভেম্বর তার ছোট ভাইকে নিয়ে মিরপুরে একটি বাসায় বেড়াতে যান । ঐ বাসা থেকে ফেরার পথে থেকে বের হওয়ার সময় মিরপুরে বিআরটি’র পিছনে পৌঁছালে কয়েক যুবক তাদের পথরোধ করে পরিচয় জানতে চায় এবং কথা বলার এক পর্যায়ে যুবকদের মধ্যে থেকে একজন দেশীয় অস্ত্র বের করে ব্লগার দিলারা জাহান মাথায় আঘাত করার চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম বাহুতে লাগে। এই সময় তাঁর ছোট ভাই তাকে নিয়ে দৌড় দিয়ে চিৎকার করতে লাগলে কয়েকজন পথচারি তাদের উদ্ধার এগিয়ে আসে এবং দুষ্কৃতিকারী পালিয়ে যায়। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আবার জীবননাশের আশংকায় ব্লগার দিলারা জাহান নির্ধারিত সময়ের আগে অস্ট্রেলিয়া ফিরে যেতে বাধ্য হন। তিনি নারীবাদী ব্লগার হিসাবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কয়েক হাজার অনুসারী রয়েছে।

এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় সাধারণ ডায়েরী (যার নং-৫৭৩, তারিখ-৯-১১-১৮ইং) করা হয়। ব্লগার দিলারা জাহানের ব্লগ লিংক- https://www.somewhereinblog.net/blog/dilarajahan

বি: দ্র: দৈনিক মানবকন্ঠ, এসবিনিউজবিডি২৪ ও বিবিসিঢাকা২৪ পত্রিকাসহ আরো কিছু পত্রিকায় এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com