ড. ইউনূসের প্রশংসায় অর্থমন্ত্রী

বুধবার, ০৮ এপ্রিল ২০১৫ | ৯:০৫ পূর্বাহ্ণ | 604 বার

ড. ইউনূসের প্রশংসায় অর্থমন্ত্রী

বাংলাদেশের দারিদ্র দূরীকরণে নোবেল বিজয়ী ড. ইউনূসের ভূমিকা উল্লেখ করে তার প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দারিদ্র্য দূর করতে ক্ষুদ্রঋণ এদেশে যথেষ্ট ভূমিকা রেখেছে বলে মনে করেন অর্থমন্ত্রী। আর এই ক্ষুদ্রঋণকে ড. ইউনূস প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বলেও মন্তব্য করেন মুহিত।

বেসরকারি সাহায্য সংস্থা এমিনেন্স আয়োজিত ‘বাংলাদেশ সামিট অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মুহিত এ কথা বলেন। এর আগে ড. ইউনূসের ক্ষুদ্রঋণ প্রকল্প বিভিন্ন সময় সমালোচনায় পড়ে। খোদ অর্থমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের বিভিন্ন সদস্যও ড. ইউনূসের সমালোচনা করেন।

প্রসঙ্গত, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. ইউনূস বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন বলে বিভিন্ন সময় অভিযোগ করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ঋণের ধারণা এ দেশে খুব বেশি দিনের পুরোনো নয়। বিশ্বের অন্যান্য দেশে এই ধারণা অনেক পুরোনো। ক্ষুদ্র ঋণ জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে সাধারণ মানুষ এক সময় মনে করত শুধুমাত্র ক্ষুদ্র ঋণ মানব উন্নয়ন করতে পারে, যা একটি পুরোনো ধারণা।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com