দিন পেরোতেই ছিড়ল ২৬০০ টাকার জুতা, বাটাকে জরিমানা

সোমবার, ২২ মে ২০১৭ | ১২:১২ অপরাহ্ণ | 1016 বার

দিন পেরোতেই ছিড়ল ২৬০০ টাকার জুতা, বাটাকে জরিমানা

বাটার এক জোড়া জুতা কিনেছিলেন নুজহাতুল হাসান। দাম নেয় দুই হাজার ৬০০ টাকা। কেনার পরের দিনই তা ছিঁড়ে যায়। বিষয়টি নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের একটি বিক্রয় কেন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক রিনা বেগম।

নুজহাতুল হাসান নামের এক ভোক্তা লিখিত অভিযোগে জানান, রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশন এলাকার একটি বাটার বিক্রয় কেন্দ্র থেকে দুই হাজার ৬০০ টাকা দিয়ে এক জোড়া জুতা কেনেন তিনি। পরের দিনই জুতা ছিড়ে যায়। এরপর তিনি ওই বিক্রয়কেন্দ্রে গেলে দোকানের লোকজন তাঁকে নতুন জুতা দেননি বা ঠিক করে দেননি। এই কারণে তিনি ভোক্তা অধিকারে অভিযোগ করে বলেন, ‘বাটা কোম্পানি আমাকে নিম্ন মানের জুতা দিয়ে প্রতারণা করেছে।’

সহকারী পরিচালক রিনা বেগম জানান, ভোক্তার অভিযোগের সঠিক কোনো জবাব দিতে না পারায় বাটা কোম্পানির ওই শোরুমকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান তো কোনো ধরনের সেবার প্রতিশ্রুতি গ্রাহককে দেয়নি, তাহলে জরিমানা করা হলো কিসের ভিত্তিতে এমন প্রশ্নের জবাবে রিনা বেগম বলেন, ‘এত দামি জুতার তো নিম্নতম একটা মান থাকতে হবে। আর এ ভোক্তা যে পণ্য ক্রয় করেছে তা তো সে ব্যবহার করতে পারেনি। এটা ভোক্তা অধিকারের পরিপন্থী।’

সূত্র: বাংলা

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com