মাদক বিরোধী আন্দোলনের কর্মী মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসন

শুক্রবার, ২৮ জুন ২০১৯ | ১২:১০ পূর্বাহ্ণ | 318 বার

মাদক বিরোধী আন্দোলনের কর্মী মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসন

আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মাদক বিরোধী আন্দোলনের সক্রিয় সমাজকর্মী এম এ মান্নান ভূঁইয়াকে আবারো শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। মাদক বিরোধী সামাজিক সচেতনতা মুলক কার্যক্রমে সফলতা অর্জন সহ সাহসী ভূমিকা নেয়ায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া কে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, বিজিবি’র উপ-অধিনায়ক মোঃ হাবিব, জেল সুপার সুভাস চন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তরে উপপরিচালক একেএম শাহরিয়ার রেজা, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ আয়োজিত মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।

উল্লেখ যে, মাদক বিরোধী কার্যক্রম করতে গিয়ে মাদক বিক্রেতা ও সন্ত্রাসী বাহিনীর দ্বারা মান্নান ভূঁইয়া গুলিবিদ্ধ ও ছুরিকাহত হয়েছিলেন। মাদক বিরোধী কাজের স্বীকৃতি স্বরূপ সমাজকর্মী এম এ মান্নান ভূঁইয়া ২০১৬, ২০১৭, ২০১৮ ও এবার ২০১৯ সালের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা স্মারক হিসেবে পুরস্কার লাভ করেন।এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর থেকে এপর্যন্ত ৮ বার সফলতার সহিত পুরস্কার পেয়েছেন।

সূত্র: একুশের কাগজ

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com