সার্কভুক্ত দেশগুলো নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক টেক সামিট ২০১৭’

বুধবার, ০৯ আগস্ট ২০১৭ | ১:৪৩ পূর্বাহ্ণ | 724 বার

সার্কভুক্ত দেশগুলো নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক টেক সামিট ২০১৭’

দেশের তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধ এবং আন্তঃআঞ্চলিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সম্পর্ক জোরদার করতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সার্ক টেক সামিট ২০১৭’। বাংলাদেশ, ভারতসহ সার্কভুক্ত অন্যান্য দেশের তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে পরস্পর মত বিনিময় এবং সাইবার সিকিউরিটির নিরাপত্তার বিষয়টিকে কিভাবে আরো জোরদার করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই এই আয়োজন। আগামী শুক্র ও শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে দুই দিনব্যাপী এ সামিটটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিটিও ফোরাম বাংলাদেশ এবং ইনফোকম, কলকাতা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার ২ দিনব্যাপী আয়োজিত সামিটের বিভিন্ন আয়োজন ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন।

দুই দিনের এ সামিটে মোট নয়টি তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। এবারের সার্ক টেক সামিট উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবির কিশোর চৌধুরী, প্রাক্তন আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই-এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। দুই দিনব্যাপী এ সামিটের প্রথম দিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে রাত ৯ টা পর্যন্ত। আর শেষদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com