একদা এখানে প্রেমিক বাস করত

সোমবার, ১০ জুন ২০১৯ | ৭:২৮ অপরাহ্ণ | 372 বার

একদা এখানে প্রেমিক বাস করত

তোমরা যেখানে দেখছ ইট পাথর
নির্মিত এক হৃদয় নামের প্রস্তরখন্ড
অনিয়মের নিয়মে যেখানে
ভোর আসেনা,অপেক্ষার প্রহর যেখানে
থমকে থাকে দ্বিপ্রহরে
প্রেমিক দল হন্নে হয়ে ছুটাছুটি করে
প্রেমিকার রং নাম্বারের ঠিকানা খুঁজতে।

এটা এক সময় এমন ছিলনা
একদিন পাথরের বুক দিয়েও
ভালবাসার শ্রোত বইত ঝর্ণার মত
এখানে ফুল ফুঁটত, ভ্রমর আসত
সকল পাখিরা তারস্বরে গান করত
কবিরা প্রেমের কাব্য লিখতো
বৃষ্টির ডানায় ভর করে মুক্ত মনে।
পদ্যগুলো বিবর্ণ হয়ে আজ এখানে
ছিন্ন মুকুলের মত আত্মপরিচয় হারিয়েছে
পাহাড়ের বুক ছিঁড়ে
ভালোবাসার অমিত বানী নয়
বেরিয়ে আসে শীতল নিঃশ্বাস।

প্রেমিকাগণ গণিকার সাজে সেজে
বিভ্রান্তি ছড়িয়েছে দাবানলের মত
সকল সবুজ জ্বলে পুড়ে এখানে কুরুক্ষেত্র।
একদা প্রেমিক ছিল এই জনপদে
তখন প্রেম শিশির হয়ে দুর্বা ঘাসে দুলতো
মেঘ হয়ে নীলিমায় মিতালি করত
রাতের অন্ধকারে প্রেমিকার দরজায়
কড়া নেড়ে বলত তুমি ঘুমাও
আমি রয়েছি অতন্দ্র পাহাড়ায়।
পৃথিবীর জল স্থল মরু কিবা তুষারে
সে ছিল সর্বত্র, প্রেমিকার আঁচলে
নয়নের কালো কাজলে;
দুর্দান্ত বিশ্বসে বুকের প্রতিটি নিঃশ্বাসে।

নগর সভ্যতার আঘাত কষাঘাতে
রক্তাক্ত হয়ে সে লুটিয়ে পড়ে
বিস্তীর্ন জনপদে,
এরপর-
সেই যে কোথায় হারিয়ে গেল
আর ফিরে এলোনা
আধুনিক সভ্যতার নিগড়ে বাঁধা
পাথুরে শহরের এই রক্তাক্ত প্রান্তরে।

ফারুক // ০৮ জুন ২০১৯

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com