নারী উন্নয়নে ১৩ শতাংশ বাজেট বরাদ্দের দাবি

শনিবার, ০৪ এপ্রিল ২০১৫ | ১১:২০ পূর্বাহ্ণ | 998 বার

নারী উন্নয়নে ১৩ শতাংশ বাজেট বরাদ্দের দাবি

আগামী ২০১৫-১৬ অর্থবছরে নারীর জন্য সরাসরি উন্নয়নে ১৩ শতাংশ বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে নারী নেতৃবৃন্দ।
জাতীয় প্রেসক্লাবে নারী প্রগতি সংঘ আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৫-১৬: নারীর প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, নারীর জন্য প্রকল্পের সংখ্যা, সম্পদ বরাদ্দের পরিমাণ এবং প্রকল্পের প্রকৃতির ওপর নির্ভর করে বাজেট বরাদ্দ করতে হবে। তারা বলেন, শুধু বাজেট বরাদ্দ করলেই হবে না। বাজেটের যথাযথ ব্যয় নিশ্চিত করতে হবে। এজন্য বাজেট ‘মনিটরিং সেল’ গঠন করা দরকার। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১ এবং জাতীয় কর্ম পরিকল্পনার যথাযথ বাস্তবায়নেরও দাবি করেন আলোচকরা। সেমিনারে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, স্থানীয় সরকার যত বেশি শক্তিশালী হবে নারী-পুরুষের ক্ষমতায়ন তত বেশি হবে। নারীদের জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ দেওয়া হলেও তা বাস্তবায়ন প্রায় অসম্ভব। আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন বিআইডিএসের সাবেক গবেষণা ফেলো ড. প্রতিমা পাল মজুমদার।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com